জুমার নামাজ পড়ে ছেলের কবরে বেড়া দিতে গিয়ে বাবার মৃত্যু!

নিহত বাবা সাদেকুর (বায়ে) ছেলে শাহাদাৎ (মাঝে) ও কবরের প্রতীকী ছবি
পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা হলো পিতার কাঁধে সন্তানের লাশ! আর সেই ভার বেশিক্ষণ সইতে পারলেন না ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সাদেকুর রহমান ভূঁইয়া (৫০) নামে এক পিতা। চারদিন আগে নিজের ছেলেকে দিয়েছিলেন কবর। সেই ছেলের কবরে বেড়া দিতে গিয়ে নিজেও ঢলে পড়লেন মৃত্যুর কোলে!
শুক্রবার (৩ মে) আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাদেকুর রহমান ওই এলাকার মৃত মলাই উদ্দিন ভূঁইয়ার ছেলে। এ ঘটনা শোকাবহ পরিবেশ বিরাজ করছে পুরো গ্রামে।
আরও পড়ুন: ভূমধ্যসাগরে ডুবে বাবার মৃত্যু, অপেক্ষায় দুই অবুঝ মেয়ে
নিহত সাদেকুর রহমানের স্বজনরা জানান, সম্প্রতি সাদেকুর রহমানের ছোট ছেলে শাহাদাতের বায়না অনুযায়ী তাকে মোটরসাইকেল কিনে দেন। গত সোমবার (২৯ এপ্রিল) দুই বন্ধুসহ শহরের ভাদুঘর এলাকায় ট্রাকের নিচে চাপা পড়ে বন্ধুরা বাঁচলেও মারা যান শাহাদাৎ। আনোয়ারপুর গ্রামে দাফন করা হয়। আজ জুমার নামাজের পর ছেলের কবরে বেড়া দিতে বাঁশ কাটতে গেলে সেখানে স্ট্রোক করে সাদেকুর রহমান। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: এইচএসসিতে দুই মেয়ে ফেল, শুনেই শিক্ষক বাবার মৃত্যু
স্থানীয়রা জানান, সাদেকুর রহমান ভূঁইয়ার দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে সৌদি আরব প্রবাসী, একমাত্র মেয়ের বিয়ে হয়েছে। ছোট ছেলে শাহাদাৎ হোসেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের পড়াশোনা করতেন। নিহত শাহাদাৎ তার মাকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরে ভাড়া বাসায় থাকতো।
আরও পড়ুন: বাবা দিবসে বাবার ছোঁড়া ইটের আঘাতে ছেলের মৃত্যু
আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান জানান, ঘটনাটি মর্মান্তিক। সাদেকুর রহমান অত্যন্ত ভালো মানুষ ছিলেন। ছেলের মৃত্যুর চারদিনের মাথায় বাবার মৃত্যু ঘটনাটা অত্যন্ত দুঃখজনক। আজ বাদ মাগরিব জানাজা শেষে ছেলের কবরের পাশে তাকে দাফন করা হয়।
বিভি/এজেড
মন্তব্য করুন: