• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভোটারপ্রতি কত খরচ করতে পারবেন প্রার্থীরা, জানালো ইসি

প্রকাশিত: ০০:৪১, ১৭ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
ভোটারপ্রতি কত খরচ করতে পারবেন প্রার্থীরা, জানালো ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ব্যয়সীমা নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটারপ্রতি ১০ টাকা নির্বাচনী ব্যয় নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে কমিশন। 

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ইসি সচিব জাহাংগীর আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। 

ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি নির্বাচনী এলাকায় ভোটারপ্রতি নির্বাচনী ব্যয় ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। সেই অনুযায়ী নির্বাচনী এলাকার ব্যয় সর্বোচ্চ ২৫ লাখ টাকার বেশি হবে না।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ভোটারপ্রতি ব্যয় ১০ টাকা নির্ধারণ করেছিল ইসি। নির্বাচনী ব্যয়ের পরিমাণ নির্ধারণ করে দেওয়া হলেও বাস্তবে অনেক প্রার্থী এটা মানে না।

বিভি/টিটি

মন্তব্য করুন: