ভোটার উপস্থিতি কম হলে এমপি হতে পারবে কি না, জানালেন ইসি আহসান হাবিব

নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান
নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেছেন, ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা প্রার্থীর দায়িত্ব। ভোটার উপস্থিতি কম হলেও এমপি হতে আইনি বাধা নেই।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের জন্য মতবিনিময় চলছে।
আহসান হাবিব খান বলেন, বর্তমান কমিশন বেশকিছু নির্বাচন করেছে, এ নিয়ে বিদেশিরা পর্যবেক্ষণে কোনো মতামত দেয়নি। সভায় ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও মাগুরার জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন অফিসার, আনসার, র্যাব ও বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভি/টিটি
মন্তব্য করুন: