• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ে কোনো শঙ্কা নেই: ইসি রাশেদা সুলতানা

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৩, ২৪ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ে কোনো শঙ্কা নেই: ইসি রাশেদা সুলতানা

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, মাঠ পর্যায়ের প্রশাসন নিয়ে কোনো শঙ্কা নেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। সবার সহযোগিতায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে কমিশন। যার স্পষ্টতা দেখিয়েছে প্রশাসন দিনাজপুর ও রংপুরের সভায়।

শুক্রবার (২৪ নভেম্বর) সকালে রংপুর বিভাগীয় কমিশনারের সভাকক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে গণমাধ্যমকর্মীদের কাছে একথা বলেন তিনি।  

তিনি বলেন, আগের মতো দিন নেই। কমিশন এবার নতুন আইন করেছে ভোটারদের জন্য। তাদের অধিকার কেড়ে নেয়ার চেষ্টা করা হলে নেয়া হবে আইনি ব্যবস্থা। নির্বাচনের তারিখ পেছানো হবে কি না, জানতে চাইলে কমিশনার বলেন, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। পেছানোর কোনো সুযোগ নেই। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসার, রেঞ্জ পুলিশ ডিআইজি আবদুল বাতেন, মহানগর পুলিশ কমিশনার মনিরুজ্জামানসহ সকল অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।

বিভি/টিটি

মন্তব্য করুন: