যাচাই-বাছাই শেষে
দেশে কতজন প্রার্থীর মনোনয়ন বৈধ জানালো নির্বাচন কমিশন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষদিনে এসে সারাদেশে ১৯৮৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তারা। তবে মনোনয়নপত্র বাতিল পড়া প্রার্থীরা চাইলেই আবেদন করতে পারবেন।
এর আগে সারাদেশে এবারে জাতীয় নির্বাচনে মোট ২৭১৬টি মনোনয়নপত্র জমা পড়ে।
সোমবার (৪ ডিসেম্বর) অতিরিক্ত সচিব অশোক দেবনাথ এসব তথ্য জানিয়েছেন।
ইসির সচিব জানান, যারা বাতিল হয়েছে তারা আগামীকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর ) থেকে আপিল করতে পারবেন। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত অপিল করা যাবে। সেই সঙ্গে আগামী ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল শুনানি অনুষ্ঠিত হবে।
বিভি/এইচএস
মন্তব্য করুন: