ফাল্গুন আর ভালোবাসায় বইমেলায় অনন্য রূপ

মাঝামাঝি সময়ে এসে বইমেলায় পুরো প্রাণপ্রবাহ। পহেলা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবসের দিনে বইমেলায় ছিল পাঠক-দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ১৪তম দিনে উৎসবমুখর বইমেলায় নতুন বই এসেছে ৯১টি।
বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকাগুলোতে ঘুরতে আসা তরুণ-তরুণীদের গন্তব্যস্থল হয়ে ওঠে বইমেলা। ফাল্গুনি বাহারী সাজে তরুণ-তরুণীদের পদচারণায় বইমেলা প্রাণময় হয়ে ওঠে। বেচাকেনাও হয় বেশ। তরুণ-তরুণীদের পছন্দের বইয়ের মধ্যে গল্পের পাশাপাশি কবিতার বইও বিশেষ স্থান দখল করে রেখেছে, প্রেমের কবিতার বই কেনার দিকেও আগ্রহ ছিল অনেকের। প্রিয়জনকে বই উপহার কিনে দেন অনেকে।
বইমেলা প্রাঙ্গণে আজ লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন লেখক ও কার্টুনিস্ট আহসান হাবীব, কবি শাহেদ কায়েস, লেখক ও সংগীতজ্ঞ তানভীর তারেক এবং কথাসাহিত্যিক মাজহার সরকার।
সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি মারুফুল ইসলাম, মাসুদুজ্জামান, ইসমত শিল্পী এবং সাহেদ মন্তাজ। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তি শিল্পী মাসকুর-এ-সাত্তার কল্লোল, মাসুদুজ্জামান এবং চৈতালী হালদার।
বিভি/এজেড
মন্তব্য করুন: