• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

মালিকপক্ষের সঙ্গে নাবিকদের যোগাযোগ হলেও দস্যুরা এখনও আড়ালে 

প্রকাশিত: ১৫:৩৯, ১৯ মার্চ ২০২৪

আপডেট: ২০:৩১, ১৯ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
মালিকপক্ষের সঙ্গে নাবিকদের যোগাযোগ হলেও দস্যুরা এখনও আড়ালে 

সোমালিয়ার উপকূলে ২৩ নাবিকসহ জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ চারদিন ধরে একই অবস্থানে রয়েছে।  প্রতিদিনই মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ হচ্ছে নাবিকদের। তবে দুস্যরা এখনও যোগাযোগ করেনি। 

জাহাজের মালিক কবির গ্রুপের এস আর শিপিং-এর মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম জানান, নাবিকরা সুস্থ আছেন, তাদের সাথে ভালো ব্যবহার করছে জলদস্যুরা। জাহাজও একই অবস্থানে আছে। প্রতিদিনই মোবাইলে মালিকপক্ষের সাথে একবার যোগাযোগের সুযোগ পাচ্ছেন নাবিকরা। তবে দস্যুদের সঙ্গে যোগাযোগ হয়নি এখনও। 

আরও পড়ুন: জিম্মি নাবিকদের মুক্ত করতে সোমালি পুলিশ ও আন্তর্জাতিক নৌবাহিনী তৎপর
গত মঙ্গলবার ভারত মহাসাগরে নাবিকসহ বাংলাদেশি জাহাজটি জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা। বৃহস্পতিবার দুপুরে দস্যুরা জাহাজটি উপকূলে নিয়ে যায়। এরপর দুই দফা স্থান পরিবর্তন করে জাহাজটি সরিয়ে নেওয়া হয়। এমভি আবদুল্লাহ সোমালিয়ার উপকূলের একেবারে কাছেই রয়েছে। 

অভিজ্ঞ নাবিকরা জানান, এ ধরনের ঘটনায় সব প্রক্রিয়া শেষ করে নাবিকসহ জাহাজ উদ্ধারে কিছুটা সময় লাগতে পারে। মালিকপক্ষকে চাপ দিয়ে দাবি আদায় করতে এ সময় নেয় দস্যুরা। এরআগে একই মালিকের জাহানমনি জাহাজ উদ্ধারে ১০০ দিন সময় লেগেছিল।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: