• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

দুপুর ১২ টা পর্যন্ত ভোটের হার ১৫ থেকে ২০ শতাংশ

বৈরী আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি কম: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৬, ৮ মে ২০২৪

ফন্ট সাইজ
বৈরী আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি কম: ইসি সচিব

উপজেলা নির্বাচনের প্রথম ধাপে দুপুর ১২ টা পর্যন্ত ভোটের হার ১৫ থেকে ২০ শতাংশ, জানিয়েছেন ইসি সচিব জাহাংগীর আলম। বুধবার (৮ মে)  আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। 

ইসি সচিব বলেন, ঝড় বৃষ্টিসহ বৈরী আবহাওয়ার কারণে কমিশনের প্রত্যাশার চেয়ে কিছুটা কম ভোট পড়েছে। তবে দুইটা থেকে চারটার মধ্যে কেন্দ্রে ভোটার বাড়বে বলে প্রত্যাশা কমিশনের।

দাবি করেন, ইভিএমে কোনো সমস্যা হয়নি। দুপুর ১২ টা পর্যন্ত নির্বিঘ্নে ভোট হয়েছে। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। অনিয়মের কারণে খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলায় একটি কেন্দ্রে ভোট স্থগিত হয়েছে। এছাড়া দুই এক জায়গায় বিচ্ছিন্নভাবে বিশৃঙ্খলা হয়েছে। মাদারীপুরের ঘটনা ভোট কেন্দ্রের বাইরে ঘটেছে বলেও দাবি করেন ইসি সচিব জাহাংগীর আলম। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2