• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

সারাদেশে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস

প্রকাশিত: ১০:৩৯, ৩১ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
সারাদেশে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস

ছবি: সংগৃহীত

দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ' এই প্রতিপাদ্যে সারাদেশে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস। 

বৃহস্পতিবার সকালে রাজধানীর রোলার স্কেটিং কমপ্লেক্স এর সামনে থেকে যুব দিবসের আটদিন ব্যাপি কর্মসূচির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উদ্বোধন শেষে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী টি রোলার স্কেটিং কমপ্লেক্স থেকে শুরু হয়ে, সচিবালয় হয়ে, হাইকোর্ট এলাকায় ঘুরে মৎস্য ভবন হয়ে সচিবালয়ে গিয়ে শেষ হয়।

প্রতি বছর পহেলা নভেম্বর জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। এবারের যুব দিবসে ১৫ যুবককে বিশেষ সফলতার জন্য জাতীয় যুব পুরস্কার দেয়া হবে। এছাড়াও, দোসরা থেকে ৮ নভেম্বর পর্যন্ত বাংলা একাডেমিতে যুব মেলা হবে। সেখানে সারাদেশের যুব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শনী ও বিক্রি হবে।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2