ফারুকী আসায় সবচেয়ে লাভ হইলো আসিফ নজরুলের: পিনাকী
ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে আরও নতুন তিন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় তারা বঙ্গভবনে শপথ নেন। এদের মধ্যে রয়েছেন চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী, শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
এদের মধ্যে নাট্যকার মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়ে রীতিমত সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন স্থানে বিক্ষোভও চলছে। এসবের ভিড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন পিনাকী ভট্টাচার্য।
রবিবার নতুন তিন উপদেষ্টার দায়িত্ব বণ্টন হয়েছে। সেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে। আর মোস্তফা সরয়ার ফারুকী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন।
সোমবার নিজের ভেরিফায়েড পেইজে পিনাকী লিখেছেন,‘ফারুকী ইস্যু আসায় সবচেয়ে লাভ হইলো আসিফ নজরুলের। আগে সবাই আসিফ নজরুলরে গালাইতো, এখন ফারুকীরে গালাইবে। ভুদ্দি হ্যাজ।’
এর আগে উপদেষ্টা হওয়ার পর আসিফ নজরুলের সামাজিক মাধ্যমের বিভিন্ন পুরনো পোস্ট সামনে এসেছিল। একইভাবে ফারুকীর পুরনো পোস্টও সামনে আনছেন নেটিজেনরা।
বিভি/এজেড
মন্তব্য করুন: