• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ট্রেনে কাটা পড়ে লালমনিরহাটে ৪ জনের মৃত্যু 

প্রকাশিত: ১৯:৩৬, ১১ নভেম্বর ২০২৪

আপডেট: ১৯:৩৬, ১১ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
ট্রেনে কাটা পড়ে লালমনিরহাটে ৪ জনের মৃত্যু 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে চারজনের মৃত্যু হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাউরা ইউনিয়নের আলাউদ্দিননগরে এ দুর্ঘটনা ঘটে। পাটগ্রাম রেলওয়ে স্টেশনমাস্টার নুর আলম এই তথ্য নিশ্চিত করেন।

ট্রেনে কাটা পড়ে মৃতরা হলেন উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলামনগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২)। তারা রেললাইনে বসে গল্প করছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে আলাউদ্দিননগর স্টেশন এলাকায় রেললাইনে বসে ওই চার জন গল্প করছিলেন। এ সময় পাশে একটি মাড়াই মেশিন চলছিল। এই শব্দের কারণে তারা ট্রেনের শব্দ শুনতে পারেননি। করতোয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই চার জন মারা যান। 
 

বিভি/এসজি

মন্তব্য করুন: