প্রয়োজনীয় সংস্কার করে সরকার বিদায় নেবে: গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা
ফাইল ছবি
গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, প্রয়োজনীয় সংস্কার করে এই সরকার বিদায় নেবে। জুলাই আন্দোলনের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেয়ার আহ্বান জানান তিনি।
রাজধানীর উত্তরায় ১৬ নম্বর সেক্টরে বৌদ্ধ মহাশ্মশান ও মহাবিহার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের ৩৬ দিনের চেতনায় সব ধর্ম-বর্ণের মানুষকে একত্রিত হয়ে ডক্টর ইউনুসের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। জানান, জুলাই চেতনার চাওয়া অনুযায়ী অন্তর্বর্তী সরকার কাজ করছে।
উপদেষ্টা বলেন, বাংলাদেশের কোন ধর্মের মানুষ যেন মনে না করেন তিনি বঞ্চিত। এটা বাস্তবায়ন করতেই কাজ করছে সরকার।
ধর্ম উপেদষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, বাংলাদেশ সবার, সাম্প্রদায়িক সম্প্রীতি সবাইকে বজায় রাখতে হবে। সব ধর্মের লোক হাতে হাত রেখে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিভি/এসজি




মন্তব্য করুন: