• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

প্রধানমন্ত্রী শাসিত সরকারের বদলে মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি

প্রকাশিত: ২০:০৪, ১৯ এপ্রিল ২০২৫

আপডেট: ২০:০৪, ১৯ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
প্রধানমন্ত্রী শাসিত সরকারের বদলে মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি

ছবি: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রী শাসিত সরকারের বদলে মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি। একইসাথে নির্বাচনী আসনের সীমানা পরিবর্তনের পাশাপাশি ঐকমত্য কমিশনের কাছে দলটির প্রস্তাব একই ব্যক্তি দুই বারের বেশি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারবেন না। 

শনিবার (১৯ এপ্রিল) দিনব্যাপী জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংসদ ভবনের এলডি হলে সংস্কার প্রস্তাব নিয়ে সংলাপ করে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি।

এসময় রাষ্ট্রের মৌলিক সংস্কারের মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে জোর দেয় দলটি। আলোচনা হয় ক্ষমতার ভারসাম্য, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া, নারীর ক্ষমতায়ন, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা ও সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট বাধ্যতামূলক করা নিয়ে।

কমিশনের কাছে প্রধানমন্ত্রীর একক ক্ষমতার পরিবর্তে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থার প্রস্তাব করে এনসিপি। সেইসাথে দুইবারের বেশি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির দায়িত্ব পালনেরও বিরোধীতা করে দলটি। 

এর আগে স্বাগত বক্তব্যে ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, ফ্যাসিবাদের বারবার ফিরে আসা ঠেকাতে রাষ্ট্রের গঠনমূলক সংস্কারের জন্য জাতীয় ঐক্যমতের বিকল্প নেই।

শনিবার বৈঠক সম্পূর্ণ না হওয়ায় আবারও ঐকমত্য কমিশনের সাথে সংলাপে বসবে এনসিপি। এছাড়া রবিবার আবারও বিএনপির সাথে ঐকমত্য কমিশনের বৈঠক রয়েছে, জামায়াতের সাথে কমিশনের সংলাপ ২৩ এপ্রিল।

 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2