• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

খালেদা জিয়াকে দেশে আনতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর পরিকল্পনা সরকারের

প্রকাশিত: ২১:৪২, ২৯ এপ্রিল ২০২৫

আপডেট: ২১:৪৩, ২৯ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
খালেদা জিয়াকে দেশে আনতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর পরিকল্পনা সরকারের

ছবি: বেগম খালেদা জিয়া

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, বিএনপির অনুরোধে দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে লন্ডন থেকে আনতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যাপারে কাজ করছে সরকার। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের হওয়ার পথে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

তবে বেগম জিয়া কবে ফিরবেন, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে যুক্তরাজ্যে বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। সেই সাথে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দেশে ফেরানোর প্রস্তুতিও চলছে। জানা গেছে, তার সাথে দুই পুত্রবধূ জোবাইদা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমানও দেশে ফিরতে পারেন।

বেগম খালেদা জিয়াকে লন্ডন থেকে দেশে আনতে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি দেন। চিঠির পরিপ্রেক্ষিতেই সরকারের তরফ থেকে সহযোগিতার বিষয়টি দেখা হচ্ছে।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান বেগম খালেদা জিয়া। টানা ১৭ দিন হাসপাতালে থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত ২৫ জানুয়ারি বেগম জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2