• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

রাজধানীতে দুই বোনের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৭:৩৮, ১০ মে ২০২৫

ফন্ট সাইজ
রাজধানীতে দুই বোনের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার একটি বাসা থেকে দুই বোনের মরদেহ উদ্ধার। শুক্রবার (৯ মে সন্ধ্যার দিকে পশ্চিম শেওড়াপাড়ার শামীম স্মরণিতে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।  কে বা কারা জড়িত তা তদন্ত করছে আইনশৃঙ্খলাবাহিনী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির কেয়ারটেকারকে আটক করা হয়েছে। 

মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার শামীম স্মরণির এই বাড়ির ২য় তলায় থাকতেন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী মরিয়ম বেগম ও তার ছোট বোন ৫৫ বছরের সুফিয়া বেগম, সাথে থাকতেন মরিয়ম বেগমের দুই মেয়ে।  

মরিয়ম বেগমের মেয়ে নুসরাত জাহান সন্ধ্যায় বাসায় এসে ঘরে তালাবদ্ধ দেখতে পান। তালা খুলে দেখতে পান মা ও খালার রক্তাক্ত নিথর দেহ মাটিতে পড়ে আছে। পরে পুলিশকে জানালে ঘটনাস্থলে আসে সিআইডির ক্রাইম সিন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। রাত দেড়টার দিকে ময়নাতদন্তের জন্য দুইজনের মরদেহ নিয়ে যাওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালে।
বাড়িতে নিহতের কোনো স্বজনকে পাওয়া না গেলেও তাদের পুর্বপরিচিত একজন জানান, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ভালো ছিলো। কী কারণে হত্যাকাণ্ড কিছুই ধারণা করতে পারছেন না তিনি। 

মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রুমন জানান, পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্রের আঘাতে তাদের খুন করা হয়েছে। হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করেছে পুলিশ।

মরিয়ম বেগম চাকরি করতেন বিআইডব্লিউটিএতে। আর ছোট বোন সুফিয়া তার সাথে থাকতেন।

 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2