‘মুজিবনগর সরকারের সবাই মুক্তিযোদ্ধা হিসেবে বহাল থাকবেন’
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) উপদেষ্টা পরিষদের এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদসহ সত্তরের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের -এমএনএ বা এমপিএ বীর মুক্তিযোদ্ধা স্বীকৃতি বহাল রেখে সংশোধিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের খসড়া অধ্যাদেশ হিসেবে অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের এ বৈঠকে উঠছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, মুক্তিযুদ্ধের সহযোগীর সংজ্ঞা পরিবর্তন করায় প্রবাসী সরকার তথা মুজিবনগর সরকারের সবাই মুক্তিযোদ্ধা হিসেবে বহাল থাকবেন।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: