• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রকাশিত: ২২:৩০, ২৮ মে ২০২৫

আপডেট: ২২:৩৪, ২৮ মে ২০২৫

ফন্ট সাইজ
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ফাইল ছবি

সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার (২৮ মে) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ থেকেই ঢাকাসহ সারাদেশের সব জুয়েলারি দোকান বন্ধ থাকবে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, সহ-সভাপতির প্রতি অবিচার ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় এক যৌথ বিবৃতিতে মো. রিপনুল হাসানকে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এর তীব্র নিন্দা জানান।

প্রসঙ্গত, বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজার এলাকায় নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে মো. রিপনুল হাসানকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2