বাজেটে বাড়ছে যেসব পণ্যের ভ্যাট
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নির্মাণ সেবা, প্লাস্টিক পণ্য, ব্লেড ও কটন সুতা, এম.এস প্রোডাক্ট, অনলাইনে কেনাকাটা, কৃত্রিশ আঁশ ও সেল্ফ কপি পেপারে ক্ষেত্রভেদে দ্বিগুন পর্যন্ত ভ্যাট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে এই বাজেটে এসব পণ্য ও সেবার দাম বাড়তে পারে।
সোমবার (২ জুন) বিকালে বাংলাদেশ টেলিভিশনে দেওয়া বাজেট বক্তৃতায় এসব পণ্য-সেবার ওপর ভ্যাট বাড়ানোর কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
যেসব পণ্য-সেবায় ভ্যাট হার বাড়ছে:
(ক) বিভিন্ন ‘এম.এস প্রোডাক্ট’ এর উৎপাদন পর্যায়ে আরোপিত সুনির্দিষ্ট কর প্রায় ২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
(খ) নির্মাণ সংস্থা সেবার বিপরীতে ভ্যাটের হার ৭.৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
(গ) অনলাইনে পণ্য বিক্রয় কমিশনের ওপর ভ্যাটের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
(ঘ) সেল্ফ কপি পেপার, ডুপ্লেক্স বোর্ড/ কোটেড পেপার এর উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার ৭.৫ শতাংশ এর পরিবর্তে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
(ঙ) প্লাস্টিকের তৈরি সকল ধরনের টেবিলওয়্যার, কিচেনওয়্যার, গৃহস্থালী সামগ্রী, হাইজেনিক ও টয়লেট্রিজ সামগ্রীসহ অনুরূপ যে কোন পণ্যের উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার ৭.৫ শতাংশ এর পরিবর্তে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
(চ) ‘কটন সুতা’ এর উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট করের পরিমাণ প্রতি কেজি ৩ (তিন) টাকার পরিবর্তে ৫ (পাঁচ) টাকা নির্ধারণ করা হয়েছে।
(ছ) ‘কৃত্রিশ আঁশ’ (man made fibre) এবং অন্যান্য আঁশের সংমিশ্রণে তৈরি ইয়ার্ন” এর উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট করের পরিমাণ প্রতি কেজি ৩ (তিন) টাকার পরিবর্তে ৫ (পাঁচ) টাকা নির্ধারণ করা হয়েছে।
(জ) ব্লেড এর উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার ৫ শতাংশের পরিবর্তে ৭.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে
এরআগে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের অর্থ বিল অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এ সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও অন্যান্য উপদেষ্টা উপস্থিত ছিলেন।
সংসদ না থাকায় আগামী ৩০ জুন রাষ্ট্রপতি বাজেট অধ্যাদেশে সই করবেন, ১ জুলাই কার্যকর হবে নতুন বাজেট। তবে বাজেটের অনেক অংশ, বিশেষ করে ট্যাক্স ও কাস্টমস সংক্রান্ত বিষয়গুলো ২ জুন উপস্থাপনের দিন থেকেই কার্যকর হবে।
বিভি/কেএস




মন্তব্য করুন: