• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

নওফেলের স্ত্রীসহ নগদের ৯ কর্মকর্তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের

প্রকাশিত: ১৭:২৬, ৪ জুন ২০২৫

আপডেট: ১৭:২৭, ৪ জুন ২০২৫

ফন্ট সাইজ
নওফেলের স্ত্রীসহ নগদের ৯ কর্মকর্তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের

সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের নামে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ছাড়াও বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে নগদের ব্যবস্থাপনা পরিচালকসহ ৯ জন কর্মকর্তার বিরুদ্ধেও মামলার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বুধবার (৪ জুন) দুপুরে আয়োজিত এক ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ইমা ক্লেয়ার বার্টন জ্ঞাত আয় বহির্ভূত ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার সম্পদ অর্জন করেছেন। তাকে এ সম্পদের হিসাব জমা দেয়ার নির্দেশ দেয়া হলে তিনি নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব জমা দেননি। সময় বৃদ্ধির আবেদনও পাওয়া যায়নি। ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করা শাস্তিযোগ্য অপরাধ।

এছাড়া ৬৪৫ কোটি ৪৭ লাখ ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মিশুকসহ ৯ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। তানভীর আহমেদ মিশুক ছাড়া বাকিরা হলেন, সাফায়েত আলম, আমিনুল হক, মারুফুল ইসলাম ঝলক, আবু রায়হান, রাকিবুল ইসলাম, আফজাল আহমেদ, শিহাব উদ্দিন চৌধুরী ও গোলাম মর্তুজা। তারা পরস্পর যোগসাজশে অননুমোদিত ৪১ টি ডিস্ট্রিবিউটরের মাধ্যমে ই মানি ইস্যু করে এসব অর্থ আত্মসাৎ করেছেন বলেও জানানো হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2