• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

এ বছর ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯১ লাখের বেশি পশু

প্রকাশিত: ১২:৫২, ১২ জুন ২০২৫

ফন্ট সাইজ
এ বছর ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯১ লাখের বেশি পশু

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহায় এ বছর দেশে ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে, যা গত বছরের চেয়ে সংখ্যায় ১৩ লাখ কম। গত বছর ঈদুল আজহায় সারা দেশে মোট এক কোটি চার লাখ আট হাজার ৯১৮টি গবাদি পশু কোরবানি হয়েছিলো। এ তথ্য নিশ্চত করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর।

সংশ্লিষ্ট অধিদপ্তর জানায়, এ বছর ৩৩ লাখ ১০ হাজারের বেশি কোরবানির পশু অবিক্রিত রয়ে গেছে। তবে, কোরবানির মধ্যে গরু ও ছাগলের সংখ্যা ছিলো সবচেয়ে বেশি।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য মতে, এবার গরু ও মহিষ ৪৭ লাখ পাঁচ হাজার ১০৬টি, ছাগল ও ভেড়া ৪৪ লাখ ৩০ হাজার ৬৬৮টি এবং অন্যান্য প্রাণি ৯৬০টি।

প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাব মতে গত তিন বছরের মধ্যে এবারই কম সংখ্যক পশু কোরবানি হয়েছে, যা বিগত করোনার সময় ২০২২ সালের চেয়েও কম। আর চামড়ার ভালো দাম পেতে ওয়েট ব্লু'র পাশাপাশি কাঁচা চামড়াও রফতানির পরামর্শ দেন অর্থনীতিবিদরা। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2