শেষ হয়ে এলো ঈদের লম্বা ছুটি, পুরনো রূপে ফিরছে ব্যস্ততম নগরী
ছবি: সংগৃহীত
দেখতে দেখতে শেষ হয়ে এলো ঈদের লম্বা ছুটি। আজ শুক্রবার ( ১৩জুন) ও আগামীকাল শনিবার, সাপ্তাহিক ছুটি, রবিবার থেকে শুরু হবে সরকারি-বেসরকারি অফিস আদালতের স্বাভাবিক কার্যক্রম।
গত ক'দিন ধরে ধীরে ধীরে রাজধানীতে ফিরছেন বিভিন্ন জেলার বাড়িতে যাওয়া মানুষ। মূলত: যানজট আর পথের ভোগান্তি এড়াতেই তারা আগেভাগে ফেরেন। লঞ্চ ও বাসের পাশাপাশি ট্রেনে রাজধানীতে আসছেন মানুষ। কমলাপুর রেলস্টেশনে ঢাকায় ফেরা যাত্রীদের ভিড় ছিলো চোখে পড়ার মতো। একটু স্বস্তির যাত্রার জন্য অনেকেই ছুটি শেষ হওয়ার আগেভাগেই ট্রেনে ঢাকায় ফিরছেন।
কমলাপুর রেল স্টেশনে আজ সময় মতোই এসেছে প্রায় সব এলাকা থেকে ছেড়ে আসা ট্রেন। তবে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক পড়ার নির্দেশনা থাকলেও তা মানছেন না অধিকাংশ মানুষ। তারা জানিয়েছেন স্বাস্থ্যবিধির বিষয়টি তারা খুব একটা জানতেন না।
বিভি/এআই




মন্তব্য করুন: