রাজধানীর হাজারীবাগে ট্যানারি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড
ছবি: সংগৃহীত
রাজধানীর হাজারীবাগ এলাকায় ট্যানারি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (২১ জুন) রাত দেড়টার দিকে হাজারীবাগ মোড়ে আনোয়ার ট্যানারির পাশের গলিতে একটি খেলনার টিনশেড গুদামে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। চারটি ইউনিটের সাহায্যে এক ঘন্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আগুন লাগার অনেক পরে ঘটনাস্হলে যায় ফায়ার সার্ভিস। তারা জানান, বাতাসের প্রবাহ বেশি থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। এতে পাশে থাকা আরো কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে । আগুনের সঠিক সুত্রপাতের কারণ এখনো জানা যায়নি।
এদিকে, ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কেউ কথা বলতে রাজি হয়নি।
বিভি/এআই




মন্তব্য করুন: