• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

সাবেক সিইসি নুরুল হুদা গ্রেফতার

প্রকাশিত: ২১:৩১, ২২ জুন ২০২৫

ফন্ট সাইজ
সাবেক সিইসি নুরুল হুদা গ্রেফতার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ। ‘রাতের ভোট’ হিসেবে পরিচিতি পাওয়া ২০১৮ সালের নির্বাচনে ব্যাপক কারচুপির দায়ে বিএনপির করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

রবিবার (২২ জুন) সন্ধ্যায় উত্তরা ৫ নম্বর সেক্টর এলাকায় তার বাসা থেকে তাকে আটক করা হয়। কিছু লোক তার বাসায় গিয়ে ‘মব’ সৃষ্টি করলে তাকে থানায় নিয়ে আসা হয় বলে জানিয়েছে পুলিশ। 

পরে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম (ডিএমপি) গণমাধ্যমকে জানান, শেরেবাংলা নগর থানায় একটি মামলা হয়েছে। আপাতত সাবেক সিইসিকে সেই মামলাতেই গ্রেফতার দেখানো হচ্ছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে দুপুরে শেরেবাংলা নগর থানায় আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্বে থাকা তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলার আবেদন করেছে বিএনপি। এর কয়েক ঘণ্টা পর সন্ধ্যায় উত্তরায় কে এম নূরুল হুদার বাসায় দল বেঁধে হামলার ঘটনা ঘটল।

কে এম নূরুল হুদাকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, একদল ব্যক্তি ‘মব’ সৃষ্টি করে কে এম নূরুল হুদার বাসায় যান। এ সময় ডিম ছুড়ে মারাসহ তাকে নানাভাবে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

কে এম নূরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার থাকাকালে ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয় বলে অভিযোগ বিএনপির। নূরুল হুদা ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্দেশ পালন করতেন বলেও অভিযোগ করে আসছে দলটি।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2