‘প্রয়োজনীয় সহায়তা না পাওয়ায় বাংলাদেশের জাহাজ শিল্প এগিয়ে যায়নি’

ছবি: সংগৃহীত
তৈরি পোশাক মালিকরা বিগত সরকারের মধ্যে প্রভাব বিস্তার করেছিলো বলেই পোশাক খাতটিই এগিয়ে গেছে। অন্য কোনো খাত এগোয়ানি। এমন মন্তব্য করেছেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।
শনিবার (১৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে জাহাজ শিল্প নিয়ে এক সেমিনারে এসব মন্তব্য করেন তিনি। বলেন, পোশাক খাতকে বেশি গুরুত্ব দেবার কারণে অন্য খাতের এগিয়ে যাবার সুযোগ কাজে লাগানো হয়নি। বাংলাদেশের জাহাজ শিল্পকে এগিয়ে নেবার সুযোগ ছিলো। কিন্তু প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়া হয়নি।
এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, এখন প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে। তাই পরিবেশের ক্ষতি না করেও জাহাজ শিল্পের সর্বোচ্চ বিকাশ ঘটতে পারে। পোশাকের মতো জাহাজ শিল্প আন্তর্জাতিক বাজারে অবস্থান নিতে পারে বলে মনে করেন শিল্প উপদেষ্টা।
বিভি/এসজি
মন্তব্য করুন: