• NEWS PORTAL

  • বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

১১ দিনের সফরে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা

প্রকাশিত: ২০:৪৮, ৫ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
১১ দিনের সফরে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা

ছবি: ড. এ এফ এম খালিদ হোসেন

হজ সেবা সম্মেলন ও প্রদর্শনীতে যোগ দিতে এবং ২০২৬ সালের দ্বিপাক্ষিক হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন। 

তিনি আগামী ৬ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সৌদি আরবে অবস্থান করবেন। টানা ১১ দিনের সরকারি এই সফরে সৌদি যাচ্ছেন ধর্ম উপদেষ্টা কয়েকজন কর্মকর্তাও।

বুধবার (৪ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব সাদেক আহমেদ স্বাক্ষরিত সফরসূচি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে৷

সফরসূচি অনুযায়ী, ড. খালিদ হোসেন আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ওইদিন সন্ধ্যায় জেদ্দায় পৌঁছে তিনি মক্কা ও মদিনায় হজ ও ওমরাহ সম্পর্কিত নানা কর্মসূচিতে অংশ নেবেন।

৭ নভেম্বর তিনি মদিনায় মসজিদে নববী জিয়ারত ও অবস্থান করবেন। পরদিন (৮ নভেম্বর) ট্রেনে জেদ্দায় ফিরে হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আয়োজিত সরকারি নৈশভোজে যোগ দেবেন।

৯ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত তিনি জেদ্দায় অনুষ্ঠিতব্য ‘হজ সার্ভিস কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ২০২৬’ এ যোগ দেবেন। এই সময়ে তিনি বিভিন্ন হজ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, মেডিকেল সার্ভিস প্রোভাইডার, হোটেল ও ওয়াকালা কোম্পানির বুথ পরিদর্শন করবেন এবং একাধিক চুক্তি সই অনুষ্ঠানে অংশ নেবেন।

১৩ নভেম্বর ড. খালিদ হোসেন সৌদি আরবের ইসলামী বিষয়ক, দাওয়াত ও গাইডেন্স মন্ত্রী সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি মক্কায় গিয়ে বাংলাদেশ হজ অফিস পরিদর্শন এবং মিনা-আরাফাত এলাকার হজ প্রস্তুতি পর্যালোচনা করবেন।

১৬ নভেম্বর তিনি জেদ্দা হয়ে দেশে ফেরার উদ্দেশে রওনা দেবেন এবং ১৭ নভেম্বর ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

বিভি/এআই

মন্তব্য করুন: