তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে চায় রাষ্ট্রসহ সকলপক্ষ
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে চায় রাষ্ট্রসহ সকল পক্ষ। ২০ নভেম্বর এ বিষয়ে রায়ের তারিখ দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত হবে বলে প্রত্যাশা আইনজীবীদের। অ্যাটর্নি জেনারেল বলছেন, ত্রয়োদশ নয়, পরবর্তী নির্বাচন থেকেই এ ব্যবস্থা কার্যকর হবে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে ২০১১ সালে সংবিধানে পঞ্চদশ সংশোধনী আনে তৎকালীন আওয়ামী লীগ সরকার। এর আগে সেসময়ের প্রধান বিচারপতি খাইরুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেন।
আপিল বিভাগের সেই রায় পুনর্বিবেচনা চেয়ে ২০২৪ এর অক্টোবর পাঁচটি আবেদন করা হয়। শুনানি শেষে আপিলের অনুমতি পায় আবেদনকারিরা। এই আপিলের উপর আবেদনকারী এবং রাষ্ট্রপক্ষ দশ দিন শুনানি করে। উভয়পক্ষের শুনানি শেষে রায়ের তারিখ দিয়েছে আপিল বিভাগ।
এদিকে, গণতন্ত্রকে সুসংহত করা, ভোটের অধিকার পুনরুদ্ধার এবং মানুষের মৌলিক অধিকার সুরক্ষায় তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই বলেও মনে করেন আপিলে অংশ নেওয়া আইনজীবীরা। আইনজীবীরা বলেন, বাংলাদেশের পরিস্থিতিতে রাজনৈতিক সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তার প্রমাণ বিগত আওয়ামী লীগ সরকারের অধীনের নির্বাচনগুলো।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: