এবার আগারগাঁওয়ে এডিবি ভবনের সামনে হাতবোমা বিস্ফোরণ
ছবি: সংগৃহীত
রাজধানীর আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ভবনের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে সেখানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
শেরে বাংলা থানার ওসি ইমাউল হক গণমাধ্যমকে বলেন, এডিবি ভবনের সামনের সড়কে হওয়া বিস্ফোরণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্তের চেষ্টা শুরু করেছে থানা পুলিশ।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চব্বিশের জুলাই আন্দোলন দমানোর অভিযোগে মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণাকে কেন্দ্র করে ‘নিষিদ্ধ’ দলটির কর্মসূচিকে ঘিরে গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বাসে আগুন ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে। আগারগাঁওয়ের এ বিস্ফোরণও সেই ধারাবাহিকতার আরেকটি ঘটনা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিভি/এআই




মন্তব্য করুন: