কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়: সিইসি
ছবি: রাজনৈতিক দলের সাথে সংলাপে সিইসি
সবার সহযোগিতা ছাড়া কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় দিনের সংলাপে তিনি এ কথা বলেন।
রবিবার (১৬ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল সাড়ে ১০টায় শুরু হয়েছে সংলাপের প্রথম ভাগ। যা চলবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। সকালে আলোচনায় বসেছে ছয়টি দল। দ্বিতীয় ধাপের দুই ঘণ্টার আলোচনাতে অংশ নেবে আরও ছয়টি দল।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, গ্রহণযোগ্য পরিবেশে নির্বাচন করতে সকলের সহযোগিতা প্রয়োজন। যারা সরাসরি ভোটারদের প্রভাবিত করতে পারেন তাদের পরামর্শ দরকার। সিইসি বলেন, আচরণবিধি সুষ্ঠুভাবে পালন করার ওপর নির্ভর করে সুন্দর নির্বাচন। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী আচরণ বিধি ঠিকভাবে মেনে চলার আহবান জানান।
সিইসি বলেছেন, খুব শিগগিরই নির্বাচনের মুখোমুখি হবো। সামনের নির্বাচনকে গ্রহণযোগ্য ও স্বচ্ছ করতে সবার সহযোগিতা দরকার। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড করতে চায় কমিশন।
বিভি/এমআর




মন্তব্য করুন: