• NEWS PORTAL

  • সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ২৯ জেলে-মাঝিসহ ট্রলার ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্ট গার্ড

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৭:২৮, ১৬ নভেম্বর ২০২৫

আপডেট: ১৭:২৮, ১৬ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ২৯ জেলে-মাঝিসহ ট্রলার ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্ট গার্ড

প্রতীকী ছবি

বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ২৯ জেলে-মাঝিসহ বাংলাদেশি একটি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় কোস্ট গার্ডের বিরুদ্ধে। শনিবার রাতে বঙ্গোপসাগরে ঘন কুয়াশায় পথ হারিয়ে ট্রলারটি ভারতের দক্ষিণ চব্বিশ পরগণা উপকূলীয় এলাকায় বাংলাদেশ জলসীমানায় অবস্থানকালীন সময়ে আটক করে নিয়ে যায় ভারতীয় কোস্ট গার্ডের সদস্যরা। 

আমানা গণি নামের ট্রলারটির মালিক চট্টগ্রাম নগরীর ফিশারীঘাটের সৈয়দ নূর। তিনি জানান, মহেশখালীর ধলঘাট এলাকা থেকে গত ১৩ নভেম্বর সকাল ১০টায় ট্রলারটি সাগরে মাছ ধরতে যায়। ট্রলারটিতে ২৯ জন মাঝিমাল্লা ছিলেন।

ট্রলারের মাঝিরা ট্রলারটির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটকের কথা জানিয়েছে। আটককৃতরা ভারতের দক্ষিণ চব্বিশ পরগণা কোস্টাল থানা হেফাজতে রয়েছে। বিষয়টি সামুদ্রিক মৎস্য অধিদপ্তরে জানানো হয়েছে বলে জানিয়েছে ট্রলারটির মালিকপক্ষ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2