• NEWS PORTAL

  • বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

‘শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় আগামীর রাজনীতির জন্য সতর্কবার্তা’

রিশান নাসরুল্লাহ

প্রকাশিত: ১৯:২৬, ১৮ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
‘শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় আগামীর রাজনীতির জন্য সতর্কবার্তা’

গণহত্যার অপরাধে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় আগামীর রাজনীতির জন্য সতর্কবার্তা- বলছেন রাজনীতি বিশ্লেষকরা। তারা বলছেন, রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করা কিংবা ক্ষমতার প্রয়োজনে কাউকে আশ্রয় দেয়া ইতিবাচক পরিবেশ তৈরি করবে না। বরং সুষ্ঠু রাজনীতির স্বার্থে সহনশীল ও সহাবস্থানের পরিবেশ তৈরি করতে হবে রাজনৈতিক দলগুলোকে।

স্বৈরশাসকের মতো দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণহত্যার দায়ে মৃত্যুদন্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দেশের সাবেক কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন রায় দেশের ইতিহাসে এটিই প্রথম। 
আপস

ভবিষ্যৎ রাজনীতিতে এ রায়ের প্রভাব কেমন হবে?, ক্ষমতার দৌড়ে পরিবর্তন আনবে কিনা- সে প্রশ্নের জবাবে বিশ্লেষকরা বলছেন, কঠিন হবে আগামীর রাজনীতি।

সাজ্জাদ এইচ সিদ্দিকী ও আশরাফুল ইসলাম চৌধুরীর মতে, রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিহিংসাসরিয়ে প্রতিযোগিতা তৈরি হওয়া দরকার।

সময়ের পরিবর্তনে রাজনীতিতে যে চ্যালেঞ্জ তৈরি হয়, সেটিকে গ্রহণ করে রাজনৈতিক দলগুলোকে ভবিষ্যতের পরিকল্পনা তৈরি করা দরকার বলেও মন্তব্য করেন এই দু'বিশ্লেষক। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2