• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

তারেক রহমানের জন্মদিনে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রদূত মুশফিক

প্রকাশিত: ১০:৪৮, ২০ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
তারেক রহমানের জন্মদিনে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রদূত মুশফিক

ছবি: মুশফিকুল ফজল আনসারী ও তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। জন্মদিন নিয়ে তারেক রহমানের দেওয়া ফেসবুক পোস্টের কমেন্টে ইংরেজিতে এই শুভেচ্ছা জানিয়েছেন তিনি। 

স্বপরিবারে তারেক রহমানের সেই ফেসবুক পোস্টের কমেন্টের অনুবাদ দাঁড়ায়, ‘শুভ জন্মদিন। বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে আপনার দৃষ্টিভঙ্গি, সাহস ও প্রজ্ঞা যেনো অব্যাহত আশীর্বাদস্বরূপ থাকে।’

প্রসঙ্গত, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সহকারী প্রেস সচিবের দায়িত্বও পালন করেন বর্তমানে রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা জাতিসংঘসহ আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত সাংবাদিক মুশফিক। বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠা ও জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বর্তমানে মেক্সিকোতে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত মুশফিকুল ফজল আনসারী।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন।

এই নেতার জন্মদিন কেন্দ্র করে দলের ভেতরে–বাইরে ছড়িয়ে পড়েছে শুভেচ্ছা ও প্রত্যাশার বার্তা। তবে সাম্প্রতিক রাজনৈতিক সংবেদনশীলতা ও গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি বিবেচনায় এবারের জন্মদিন পালিত হচ্ছে অত্যন্ত সংযতভাবে।

দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয়ভাবে কোনো আনুষ্ঠানিক আয়োজন না করার নির্দেশনা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এক বিজ্ঞপ্তিতে তিনি নেতাকর্মীদের কেক কাটা, পোস্টার-ব্যানার লাগানো, আলোচনা সভা বা উৎসবমুখর কোনো আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানান। বরং দোয়া, মানবিক সহায়তা এবং নীরব শুভেচ্ছা প্রদানের মধ্য দিয়েই দিনটি পালন করতে বলা হয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন: