• NEWS PORTAL

  • শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

এক ব্যক্তি সর্বোচ্চ কতটি আসনে প্রার্থী হতে পারবেন, জানালো ইসি

প্রকাশিত: ১৩:৫৪, ১২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
এক ব্যক্তি সর্বোচ্চ কতটি আসনে প্রার্থী হতে পারবেন, জানালো ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক ব্যক্তি একসাথে তিনটির অধিক নির্বাচনী এলাকায় প্রার্থী হতে পারবেন না—এ মর্মে নির্বাচন কমিশন (ইসি) একটি পরিপত্র জারি করেছে।

ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১৩ক অনুচ্ছেদ অনুযায়ী কোন ব্যক্তি একই সময়ে তিনটির বেশি নির্বাচনী এলাকায় প্রার্থী হলে, তার সবগুলো মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রীয় লাভজনক পদে অধিষ্ঠিত কেউ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। প্রজাতন্ত্র বা সরকার-নিয়ন্ত্রিত কোনো প্রতিষ্ঠানে সার্বক্ষণিক পদে থাকা অবস্থানও ‘লাভজনক পদ’ হিসেবে বিবেচিত হবে, ফলে এসব পদে থাকা ব্যক্তিরা নির্বাচনে অযোগ্য হবেন।

এ ছাড়া উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান; সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র; সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত বা সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠান, করপোরেশন বা কর্তৃপক্ষের দায়িত্বশীল ব্যক্তি; এবং বিদেশে বাংলাদেশের মিশনে চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তিদের প্রার্থী হতে হলে নির্ধারিত নিয়ম অনুযায়ী আগে পদত্যাগ করতে হবে।

নির্বাচনী ব্যয় ব্যবস্থাপনা সম্পর্কেও পরিপত্রে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২’-এর ৪৪(খ) অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নির্বাচনী এজেন্টকে, এজেন্ট না থাকলে প্রার্থীকে নিজে তপশিলি ব্যাংকে একটি পৃথক হিসাব খুলতে হবে। ব্যক্তিগত ব্যয় ছাড়া নির্বাচনসংক্রান্ত সব ব্যয় ওই হিসাব থেকেই পরিশোধ করতে হবে।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০২৫ অনুযায়ী মনোনয়নপত্রের সঙ্গে ফরম-২০ এ নির্বাচনী ব্যয়ের সম্ভাব্য উৎসের বিবরণী এবং ফরম-২১ এ প্রার্থীর সম্পদ, দায়-দেনা ও বার্ষিক আয়-ব্যয়ের হিসাব দাখিল বাধ্যতামূলক।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2