ওসমান হাদির ওপর হামলা: জেলায় জেলায় বিক্ষোভ ও প্রতিবাদ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোথাও মশাল মিছিলও হয়েছে।
খাগড়াছড়ি
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে দলীয় কার্যালয় থেকে খাগড়াছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের মুক্ত মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ওয়াদুদ ভূইয়া অভিযোগ করেন, নির্বাচন বানচাল করার জন্য দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে।
টাঙ্গাইল
নির্বাচন বানচাল করতে একটি মহল ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি'র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।
রাজবাড়ী
রাজবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণ অধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে থেকে মশাল মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট, পান্না চত্তর হয়ে শহীদ স্মৃতি চত্তরের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম
হাদিকে গুলির ঘটনার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন। শনিবার বিকেলে নগরীর দলীয় কার্যালয় নসিমন ভবনে এ বিক্ষোভ সমাবেশ করে দলটি। বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতৃবৃন্দ বলেন, আসন্ন নির্বাচনকে বানচাল করতে নীলনকশার অংশ হিসেবে ওসমান হাদির ওপর হামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ
শুক্রবার দুপুরে ওসমান হাদি ও গত ৫ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী এরশাদ উল্লার ওপর সন্ত্রাসী হামলা ও গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে শহরের ফুড অফিস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
জয়পুরহাট
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে করেছে জেলা বিএনপি। শনিবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে সার্কিট হাউজ মাঠে গিয়ে সমাপ্ত হয়।
সাতক্ষীরা প্রতিনিধি
হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে এবং চট্টগ্রাম-৮ আসনে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ’র ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলা বিএনপির আয়োজনে শনিবার উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
ভৈরব, কিশোরগঞ্জ
জুলাই আন্দোলনের অন্যতম সম্মুখসারির নেতা ওসমান হাদিকে গুলির প্রতিবাদে এনসিপি ভৈরব শাখার উদ্যোগে ভৈরবে মশাল মিছিল হয়েছে। শনিবার সন্ধায় ভৈরবের বাসস্ট্যান্ড থেকে মশাল মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দূর্জয় মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির মাধ্যমে শেষ হয়।
যশোর
ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম-৮ আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের শাস্তির দাবিতে অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চৌরাস্তা মোড়, জেল রোড হয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পঞ্চগড়
শরিফ উসমান হাদি এবং চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক এরশাদ উল্লাহর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে পঞ্চগড়ে জেলা বিএনপি’র আয়োজনে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার বিকেলে পঞ্চগড় জেলা বিএনপি কার্য্যালয় থেকে জেলা বিএনপি’র সদস্য সচিব ফরাহাদ হোসেন আজাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। অতি দ্রুত এই ঘটনায় জড়িতদের বের করে দ্রুত শাস্তির আওতায় এনে বিচারের দাবি জানান নেতাকর্মীরা।
বিভি/এজেড




মন্তব্য করুন: