মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব নিয়ে যা বললেন তিন উপদেষ্টা
নির্বাচনের ভিত্তি দুর্বল ও পরিবেশ ভীতিকর করতে আক্রমণ চালানো হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এদিকে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দুর্নীতি বিরোধী পদক্ষেপের পাশাপাশি ঢাকার বাইরের ক্রীড়া কার্যক্রমে গতি বাড়াতে অগ্রাধিকার দেওয়া হবে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তারা।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, মানুষকে ভয় দেখাতেই হাদির ওপর হামলার মতো আক্রমণ হচ্ছে। দেশ যতো নির্বাচনমুখী হচ্ছে ততোই নির্বাচনের পরিবেশ ভীতিকর করার অপচেষ্টা চলছে। সরকার জনগণকে সাথে নিয়ে এ ধরণের হীন, কাপুরুষিত ও চক্রান্তমূলক আক্রমনের জবাব দেবে বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।
এদিকে, নতুন মন্ত্রণালয়ে অফিস করে আসিফ নজরুল বলেছেন, সাবেক সফল উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার বিরল কাজগুলো এগিয়ে নেওয়া হবে। দু’মাস সময় কম হলেও ঢাকার বাইরের ক্রীড়া কার্যক্রম বেগবান করার প্রতিশ্রুতি দেন তিনি।
অন্যদিকে, একইদিন প্রথম অফিস করেছেন নতুন এলজিআরডি উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি সাংবাদিকদের জানান, তফসিল ঘোষণা হয়ে যাওয়ায় বড় কোন কাজের সুযোগ নেই। তবে, জনস্বার্থ বিবেচনায় ফ্যাসিবাদী শক্তির সহযোগীদের দমন করা হবে বলে জানান স্থানায় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: