• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

বিজয় দিবসে হাদির ছবি আঁকা হেলমেট পড়ে ঝাঁপ দেবেন আশিক চৌধুরী

প্রকাশিত: ১৪:২৩, ১৪ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৪:২৪, ১৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বিজয় দিবসে হাদির ছবি আঁকা হেলমেট পড়ে ঝাঁপ দেবেন আশিক চৌধুরী

১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে ৫৪ জন প্যারাট্রুপার পতাকা নিয়ে আকাশ থেকে ঝাঁপ দেবেন। প্রত্যাশা করা হচ্ছে, এটি হবে বিশ্বের বুকে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, যা গিনেস বুক অব ওয়ার্ল্ডে রেকর্ড গড়বে।

জানা যায়, এই ৫৪ জন প্যারাট্রুপারের একজন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ছবি আঁকা একটি হেলমেট পরে জাম্প করবেন।

রবিবার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোষ্টে বলা হয়, ‘১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা নিয়ে প্যারাট্রুপিং করে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন। এই ৫৪ জনের একজন আশিক চৌধুরী জাম্প করবেন ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে। বিজয়ের দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভ্যানগার্ড ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় সকলকে দোয়া ও প্রার্থনার আহ্বান জানাই।’

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2