সমুদ্রে যাচ্ছেন রংপুর মেরিন একাডেমি`র ৬১ ক্যাডেট
নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম বলেছেন, রংপুর মেরিন একাডেমির চতুর্থ ব্যাচের ৬১ জন ক্যাডেট সমুদ্রে পদার্পণ করতে যাচ্ছেন।
দুই বছর ধরে শিক্ষা ও প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তারা প্রশিক্ষিত হয়ে দেশি-বিদেশি সমুদ্রগামী জাহাজে যোগদান করবেন। এসব ক্যাডেট বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি আমাদের অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবেন।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে জেলার পীরগঞ্জে অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমির চতুর্থ তম ব্যাচ ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ পরিদর্শনের সময় এ কথা বলেন।
অনুষ্ঠানে রংপুর মেরিন একাডেমির কমান্ডান্ট ক্যাপ্টেন শাহেদ সাত্তারসহ ঊর্ধ্বতন সরকারি বেসরকারি কর্মকর্তা, অভিভাবকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চতুর্থ তম ব্যাচ ক্যাডেটদের মধ্যে সর্বোচ্চ কৃতিত্বের জন্য জিলহাজুর রহমান অর্ণবকে রাষ্ট্রপতির স্বর্ণপদকে ভূষিত করা হয়। পাশাপাশি এ বছর সমাপনী পরীক্ষায় সর্বোচ্চ নম্বরধারী প্রকৌশল শাখায় উমর ফারুক, নৌ শাখার খন্দকার সাবিতুল ইসলামকে নৌপরিবহন মন্ত্রণালয়ের রৌপ্যপদক দেয়া হয়। আর এ বছর সমাপনী পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ধারী অফিসার লাইক কোয়ালিটিতে আবু তানজিমকে রৌপ্য পদক দেয়া হয়।
মেরিন একাডেমি সূত্র জানায়, ২০২১ সালে প্রতিষ্ঠার পর মাত্র ৫ বছরে এই একাডেমি থেকে ১শ' ৭১ জন ক্যাডেট প্রশিক্ষিত হয়েছেন। তারা দেশি–বিদেশি বিভিন্ন জাহাজে সুনামের সঙ্গে কাজ করছেন।
বিভি/এজেড




মন্তব্য করুন: