• NEWS PORTAL

  • সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

পুরোপুরি বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

প্রকাশিত: ২৩:২৬, ১৮ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
পুরোপুরি বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটের বয়লারের টিউব ফেটে গেছে। এ কারণে কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আগে থেকেই বাকি দুটি ইউনিট বন্ধ ছিল। বর্তমানে এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে আর কোনো বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে না।

রবিবার (১৮ জানুয়ারি) রাতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রবিবার সকালে বিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ১নং ইউনিটের বয়লারের টিউব ফেটে যায়। এতে এই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এই বয়লারের তাপমাত্রা প্রায় এক হাজার ডিগ্রি সেলসিয়াস। বয়লারটি ঠাণ্ডা হওয়ার পর এটির মেরামত কাজ শুরু হবে। তবে, বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন চালুর ব্যাপারে সুনির্দিষ্টভাবে জানাতে না পারলেও ন্যূনতম এক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানান তিনি। 

১নং ইউনিট বন্ধের মাধ্যমে কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। কারণ কেন্দ্রের অপর দুটি ইউনিট আগে থেকেই বন্ধ রয়েছে। 

তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে গত বছরের ১ নভেম্বর থেকে বন্ধ আছে। আর ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত