জেনে নিন বিজ্ঞাপন ছাড়া ইউটিউব ভিডিও দেখার উপায়
ইউটিউব গুগলের মালিকানাধীন একটি অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম। এটি ফেসবুকের পরে বিশ্বের সবচেয়ে বেশি দেখা দ্বিতীয় ওয়েবসাইট। ব্যবহারকারীরা প্রতিদিন এক বিলিয়ন ঘণ্টারও বেশি সময় ইউটিউব ভিডিও দেখেন।
যুগের পরিবর্তনে নির্মাতারা অনেকেই ইউটিউব কেন্দ্রিক ভিডিও নির্মাণ করছেন। কিন্তু ইউটিউবে ভিডিও দেখতে গেলে বাধে বিপত্তি। কিছুক্ষণ পর পর বিজ্ঞাপনের ধাঁধায় তৈরী হয় বিরক্তি। বিজ্ঞাপনের এই ঝামেলা থেকে মুক্তি পেতে ঝটপট জেনে নিন সহজ সমাধান।
স্টেপ ১: আপনার ডেস্কটপ, ল্যাপটপ ও স্মার্টফোনে এ্যাড ব্লকার সফটওয়্যার সেট আপ করে নিতে পারেন। এতে মুক্তি পেতে পারেন এই ঝামেলা থেকে।
স্টেপ ২: বিরক্তিকর এই ঝামেলা এড়াতে আপনি ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করতে পারেন। বছরে নির্দিষ্ট একটি ফি দিয়ে কিনে নিতে পারেন ইউটিউবের এই ভার্সন।
স্টেপ ৩: সব থেকে সহজ উপায় হল স্টেপ থ্রি। এই পদ্ধতিতে বিজ্ঞাপন বন্ধ করতে যা করবেন:
* ইউটিউব ওপেন করুন।
* যে ভিডিও প্লে করতে চান সেটি সিলেক্ট করুন।
[media type="image" fid="134212" layout="normal" caption="1" infograph="1" parallax="0" popup="1"][/media]
* এবার ভিডিও URL এর মধ্যে Youtube.com এরপর একটি ফুল স্টপ (.) যোগ করুন।
[media type="image" fid="134211" layout="normal" caption="1" infograph="1" parallax="0" popup="1"][/media]
তাহলে আর ইউটিউব কোন বিজ্ঞাপন প্রদর্শন করে না। URL এর মধ্যে একটি ফুল স্টপ ব্যবহার করার ফলে ইউটিউব হোস্টনেম নর্মালাইজ করে না। হোস্টনেম ম্যাচ না করার কারণে পেজটি বিভক্ত হয়ে একাধিক গ্রাহকের কাছে পৌঁছে যায়। ফলশ্রুতিতে কোনও বিজ্ঞাপন বা কুকিজ যুক্ত থাকে না। পদ্ধতিটি ইউটিউবের ওয়েব ভার্সনেই সব থেকে বেশি কার্যকর।
মোবাইল ব্যবহারকারীরাও এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন। এর জন্য মোবাইল ব্যবহাকারীদের ব্রাউজার থেকে লিঙ্ক ওপেন করে ‘রিকোয়েস্ট ডেক্সটপ সাইট’ অপশন সিলেক্ট করে দিতে হবে।
বিভি/এসআই/এসডি




মন্তব্য করুন: