• NEWS PORTAL

  • বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

প্রকাশিত: ১০:৪৮, ১৪ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

সংগৃহীত ছবি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে সাধারণ যাত্রী ও পণ্যবাহী ট্রাকের চালক-সহকারিরা ভোগান্তিতে পড়েছেন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোর থেকে সড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় পর্যন্ত দীর্ঘ ৩৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। বর্তমানে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট রয়েছে। সিরাজগঞ্জের নলকা ব্রিজের সংস্কারের কাজ চলমান থাকায় এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। 

সেতু কর্তৃপক্ষ বলছে, পশ্চিম প্রান্তে ব্রিজ ও সড়কের সংস্কার কাজ চলমান থাকায় গত কয়েকদিন ধরে পশ্চিম প্রান্তে যানজটের সৃষ্টি হচ্ছিলো। আজ ভোর রাত থেকে সেই যানজট সেতু পূর্ব প্রান্তের টোলপ্লাজা পর্যন্ত পৌঁছে গেলে সেতু দিয়ে উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার বন্ধ হয়ে যায়। পরে ভোর সাড়ে চারটা থেকে টোল আদায় বন্ধ রাখা হয়। এর ফলে পূর্ব প্রান্তে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের চাপে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2