• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

বক্তব্য প্রত্যাহারের ‘প্রশ্নই ওঠে না’, বললেন ডা. মুরাদ

প্রকাশিত: ১৬:৫৪, ৬ ডিসেম্বর ২০২১

ফন্ট সাইজ
বক্তব্য প্রত্যাহারের ‘প্রশ্নই ওঠে না’, বললেন ডা. মুরাদ

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বইছে তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসানকে নিয়ে। একের পর এক বিতর্কিত মন্তব্য ও অশ্লীল কথার কারণে প্রতিমন্ত্রীকে নিয়ে সুশীল নাগরিকরা সমালোচনা করছেন। একইসংগে তাঁর পদত্যাগ দাবি ও বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছে বিএনপি থেকে শুরু করে সাধারণ নাগরিকরাও।

এতো সমালোচনার মধ্যেও নিজের বক্তব্য প্রত্যাহার প্রসংগে তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান স্পষ্ট জানিয়ে দিলেন, বক্তব্য প্রত্যাহারের প্রশ্নই ওঠে না। সোমবার (৬ ডিসেম্বর) সকালে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান-এর বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলা।

যেসব বক্তব্য নিয়ে সমালোচনা হচ্ছে, সেগুলোকে ভুল বলে স্বীকার করেন কি না কিংবা প্রত্যাহার করবেন কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী জানান ‘বক্তব্য প্রত্যাহারের প্রশ্নই ওঠে না’।

তিনি আরও জানান, তাঁর বক্তব্য নিয়ে নানান সমালোচনা হলেও তাঁর ওপর দল বা সরকারের তরফ থেকে বক্তব্য প্রত্যাহারের কোনো চাপ নেই।

এদিকে, বিরোধী দল বিএনপি’র শীর্ষস্থানীয় একজন নেতার কন্যাকে নিয়ে অশালীন মন্তব্য করাসহ সাম্প্রতিক নানান মন্তব্যের কারণে বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান-এর বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নারী অধিকারকর্মীরা।

বিভি/এসএইচ/এসডি

মন্তব্য করুন: