• NEWS PORTAL

  • শনিবার, ০১ নভেম্বর ২০২৫

দেশে জনসংখ্যার চেয়ে দেড় কোটি বেশি ইন্টারনেট ব্যবহারকারী

প্রকাশিত: ১৭:১৭, ২৮ জুলাই ২০২২

ফন্ট সাইজ
দেশে জনসংখ্যার চেয়ে দেড় কোটি বেশি ইন্টারনেট ব্যবহারকারী

ছবি: সংগৃহীত।

দেশে বর্তমানে যে জনসংখ্যা রয়েছে তার চেয়ে প্রায় দেড় কোটি বেশি রয়েছে ইন্টারনেট ব্যবহারকারী। পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) থেকে প্রকাশিত জনশুমারি ও গৃহগণনায় প্রকাশিত তথ্য ও গত মে মাসে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার-এর বক্তব্য থেকে এমনটাই উঠে এসেছে। 

বুধবার (২৭ জুলাই) জনশুমারি ও গৃহগণনা-২০২২ প্রকাশ করে বিবিএস। এতে জানানো হয়, বর্তমানে দেশের জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন।  

এদিকে গত ১৯ মে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, সিঙ্গাপুরে হুয়াওয়ে এশিয়া প্যাসিফিক ইনোভেশন কংগ্রেস-২০২২ অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখন ১৮ কোটিতে পরিণত হয়েছে যা ২০১৮ সালে মাত্র চার কোটি ছিল।

সর্বশেষ গত ২ মার্চ নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন ভোটার রয়েছে। মন্ত্রীর বক্তব্য অনুযায়ী ভোটারের এই সংখ্যার সঙ্গে তুলনা করলে দেখা যায়, দেশের ভোটারের চেয়ে প্রায় দিগুণ রয়েছে ইন্টারনেট ব্যবহারকারী।

বিভি/এইচকে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2