• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

ধর্মীয় অনুভূতিতে আঘাত শাস্তিযোগ্য অপরাধ: প্রধান বিচারপতি

প্রকাশিত: ২২:৩৬, ২৪ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
ধর্মীয় অনুভূতিতে আঘাত শাস্তিযোগ্য অপরাধ: প্রধান বিচারপতি

ধর্ম অবমাননা বা ধর্মীয় অনুভূতিতে আঘাত শাস্তিযোগ্য অপরাধ বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ভবনে আয়োজিত বিজয়া পুনর্মিলনী-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

এ সময় হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ধর্ম ও নিরাপত্তার অধিকার সব মানুষের সমান। ধর্ম মানুষের দৈনন্দিন জীবনে পথ দেখাতে সাহায্য করে। এটি আধ্যাতিকতার পরিপূর্ণতাও দান করে। সংবিধান অনুসারে এ দেশের সব মানুষের ধর্ম ও নিরাপত্তার অধিকার সমান।’

প্রধান বিচারপতি বলেন, ‘ধর্মের জন্য সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো অজ্ঞতা। এ অজ্ঞতাই মানুষের সঙ্গে মানুষের বিভেদ তৈরি করে। প্রত্যেক ধর্মের মানুষ যদি নিজ নিজ ধর্মগ্রন্থ সঠিকভাবে খোলা মন নিয়ে পাঠ করে, ধর্মীয় বিধানগুলো পূর্ণ হ্নদয়াঙ্গম করে, তাহলে অজ্ঞতার অন্ধকার কেটে যাবে। এতে ধর্মীয় বাণী ও ধর্মের উন্মেষ জাগ্রত থাকবে।’

এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকিরের সভাপতিত্বে, অ্যাডভোকেট দীপায়ন চন্দ্র সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমান প্রমুখ।

বিভি/এনএ

মন্তব্য করুন: