• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

বিদেশি শক্তি সরকারকে ক্ষমতা থেকে সরাতে পারবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১৪:০৮, ৩১ মে ২০২৩

আপডেট: ১৫:৪৩, ৩১ মে ২০২৩

ফন্ট সাইজ
বিদেশি শক্তি সরকারকে ক্ষমতা থেকে সরাতে পারবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, সরকার মনে করে নতুন করে যুক্তরাষ্ট্র থেকে আর নিষেধাজ্ঞা আসবে না। সরকার রাজনৈতিক ও কূটনৈতিক প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সাথে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

বুধবার (৩১ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এসব বলেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি কোনো নিষেধাজ্ঞা নয়। 

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ছয় কংগ্রেসম্যানের লেখা চিঠির সত্যতা জানা নাই। তবে চিঠির ভাষা বিএনপির সাথে মিলে যায় বলে জানান তিনি। 

যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক অতীতের চেয়ে শক্তিশালী বলে মন্তব্য করেন শাহরিয়ার আলম। কোন বিদেশি শক্তি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে পারবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বানও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বিভি/রিসি

মন্তব্য করুন: