• NEWS PORTAL

  • বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

অবলা প্রাণী হত্যা, সোশ্যাল মিডিয়াজুড়ে প্রতিবাদের ঝড় 

প্রকাশিত: ১৬:৩৯, ২৩ নভেম্বর ২০২৪

আপডেট: ০৯:১৭, ২৪ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
অবলা প্রাণী হত্যা, সোশ্যাল মিডিয়াজুড়ে প্রতিবাদের ঝড় 

ছবি- সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি এলাকায় বেওয়ারিশ কুকুর ও বিড়ালদের বিষ দিয়ে মারার ঘটনায় সোশ্যাল মিডিয়াজুড়ে তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে। এর মধ্যে এক মা কুকুর, যার বাচ্চা ছিল বলেও অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় সাধারণ মানুষই নয়, বাংলাদেশি শোবিজ তারকারাও ক্ষুদ্ধ হয়েছেন। জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, সালমান মুক্তাদির, জ্যোতিকা জ্যোতিসহ আরও অনেক তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।

ওদিকে, বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন-অভয়ারণ্য শনিবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় জাপান গার্ডেন সিটির সামনে ‘ঘেরাও কর্মসূচি’ আয়োজন করেছে, যেখানে কুকুর ও বিড়াল হত্যার প্রতিবাদ জানানো হবে। প্রাণী অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনও এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়েছে।

প্রাণী অধিকারকর্মী তারিকুল হক তানিম জানান, ‘শুক্রবার রাতে অনেকেই জাপান গার্ডেন সিটি এলাকায় গিয়েছিলেন। কমিটির পক্ষ থেকে একজন বক্তব্য দিয়েছেন। তবে, কিভাবে এই পরিকল্পনা বাস্তবায়িত হয়েছিল এবং কিভাবে বিষ দেওয়া হয়েছিল—এ বিষয়গুলো এখনও স্পষ্ট নয়।’ এ ঘটনার পর প্রাণী অধিকার নিয়ে জনমনে আরও সচেতনতা তৈরির দাবি উঠেছে। 

বিভি/আইজে

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2