পাবনায় বৃক্ষরোপন সপ্তাহ পালন করছে ‘উৎসর্গ ফাউন্ডেশন’
'বন্যা-খরা-জলোচ্ছাস, গাছ কাটলে সর্বনাশ। সকল মানুষ-পশুপাখি, অক্সিজেনে বেঁচে থাকি'- এই স্লোগানকে সামনে রেখে ৩ থেকে ৯ সেপ্টেম্বর উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ, পাবনা জেলা শাখা উৎযাপন করছে বৃক্ষরোপন সপ্তাহ-২০২৪ “উৎসর্গ সবুজ বাতায়ন”।
আয়োজনের উদ্ধোধনী অনুষ্ঠানে ইছামতি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত সকল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা আয়োজিত এই উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা সামাজিক বন বিভাগের রেঞ্জ অফিসার ফিরোজ আহমেদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন এর সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান, উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক শেখ শাহরিয়ার, উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এর বিভাগীয় সমন্বয়ক ও পাবনা জেলা সভাপতি মোঃ আব্দুস সামাদ নোমানসহ এডওয়ার্ড কলেজ শাখার সেচ্ছাসেবীবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখার সমন্বয়ক আহসান হাবিব। একইদিন থেকে উৎসর্গ পাবনা জেলার ৯টি উপজেলার স্বেচ্ছাসেবী, সংগঠন, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১০ হাজারের অধিক গাছের চারা উপহার দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, রাস্তার ধারে, বাধসংলগ্ন স্থানে গণ-বৃক্ষরোপণ কর্মসূচী নেয়া হয়েছে। এই বৃহৎ আয়োজনে সহযোগীতায় থাকছে- “AABAD- Alumni Association of Business Administration Discipline Khulna University”এবং “বনায়ন”।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: