• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী মারা গেছেন

প্রকাশিত: ০০:১০, ৩ মে ২০২৩

ফন্ট সাইজ
সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী মারা গেছেন

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী (৬২) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (২ মে) রাত সাড়ে ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

কামরুল ইসলাম বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক বার্তা সম্পাদক ছিলেন। তিনি গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) থেকে অবসরে যান।

কামরুল ইসলাম অর্থনৈতিক বিষয়ক সাংবাদিকতায় বেশ সুনাম অর্জন করেন। তিনি ছিলেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সিনিয়র সদস্য। এ ছাড়াও বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজেবি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন।

তার মৃত্যুতে ইআরএফের সভাপতি রেফায়েত উল্লাহ মীরধা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম গভীর শোক প্রকাশ করেছেন।

পারিবারিক সূত্র জানা গেছে, নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আইচাপাড়া গ্রামে তাকে দাফন করা হবে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2