• NEWS PORTAL

বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

হটডগের সাজে দৌঁড় প্রতিযোগিতায় ১০০ কুকুর

বাংলাভিশন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৯, ১ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
হটডগের সাজে দৌঁড় প্রতিযোগিতায় ১০০ কুকুর

কুকুরের দৌঁড় প্রতিযোগিতা। একটি-দুটি নয় হটডগের পোশাকে সেজে অংশ নিয়েছে ১০০টি কুকুর। গ্যালারি ভর্তি দর্শকের উৎসাহ আর উন্মাদনায় দৌঁড়ে বিজয়ী হলো রুবি নামের ৩ বছর বয়সী একটি কুকুর। পুরস্কার হিসেবে সে জিতেছে এক বছরের খাবার।

রানিং অফ দ্য উইনার ডগস নামের ব্যতিক্রমী এই প্রতিযোগিতার আয়োজন হয়েছে যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের সিনসিনাটি শহরে। ওই শহরের বার্ষিক "অক্টোবারফেস্ট জিনজিনাতি" উৎসবের অংশ হিসেবে এই আয়োজন করা হয়।

এই প্রতিযোগিতায় বিজয়ী কুকুর রুবিকে তিন বছর আগে দত্তক নিয়েছিলেন সেই শহরের এক নাগরিক। তিনি নিজের পরিচয় প্রকাশ না করে বলেন, "রুবিকে আমরা সারা জীবন এর জন্য প্রশিক্ষণ দিয়েছি বলে আমরা মনে করি। আমরা সবসময় জানি সে সত্যিই দ্রুত - আনতে খেলতে ভালোবাসে। আজ আমরা এটি পরীক্ষায় প্রমাণ পেলাম। সে কেবল তার টেনিস বলের পিছনে তাড়া করতে ভালবাসে এবং এটি আজ আমাদের জন্য বড় ফ্যাক্ট ছিল।

সূত্র: রয়টার্স

বিভি/রিসি

মন্তব্য করুন: