• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

চাকরি ছাড়লেন ৬ বিসিএস ক্যাডার

প্রকাশিত: ১০:৪৭, ১৩ জুলাই ২০২৪

ফন্ট সাইজ
চাকরি ছাড়লেন ৬ বিসিএস ক্যাডার

চাকরি ছেড়েছেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ক্যাডারে নিয়োগ পাওয়া ছয় কর্মকর্তা। এসব কর্মকর্তার বেশির ভাগই শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করায় চাকরি ছেড়েছেন।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা অফিস আদেশ থেকে এসব তথ্য জানা গেছে।

গত ৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে জানানো হয়, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক মনিরুল ইসলাম চাকরি ছেড়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেছেন।

এরপর গত ১০ জুলাই মন্ত্রণালয়ের আলাদা তিনটি অফিস আদেশে ৪ কর্মকর্তার চাকরি ছাড়ার বিষয়টি জানানো হয়। তারা হলেন- বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের সহকারী অধ্যাপক শিশির চন্দ্র পাইক, গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের প্রভাষক খুরশীদ আলম, সাতক্ষীরা সরকারি কলেজের প্রভাষক ইদ্রিস আলী ও রাজবাড়ী সরকারি কলেজের প্রভাষক প্রিয়াংকা সাহা। তাদের মধ্যে ৩ জন বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেছেন। আরেকজন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগদান করেছেন।

সর্বশেষ গত ১১ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে জানানো হয়, ময়মনসিংহের সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক আবু হানিফ চাকরি ছেড়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে প্রভাষক হিসেবে যোগদান করেছেন।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2