• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মাদ্রাসার অনিয়ম-দুনীর্তি প্রতিকারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১৮:৩৬, ১৪ জুলাই ২০২৪

ফন্ট সাইজ
মাদ্রাসার অনিয়ম-দুনীর্তি প্রতিকারের দাবিতে মানববন্ধন

খাগড়াছড়ির পানছড়ি ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সুপারিনটেনডেন্ট পদে অবৈধ নিয়োগ বাতিল ও দীর্ঘদিন ধরে চলে আসা বিভিন্ন অনিয়ম ও দুনীর্তি প্রতিকারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে মাদ্রাসার সাবেক- বর্তমান শিক্ষার্থীরা  এই অবৈধ নিয়োগ বাতিল করে মাদ্রাসার দীর্ঘদিনের সুনাম ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

শনিবার (১৩ জুলাই) বেলা ২টায় মাদ্রাসা প্রাঙ্গণে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে শিক্ষার্থীদের অভিভাবক, এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

জানা যায়, নিয়োগ বোর্ডের যোগসাজশে নাম মাত্র পরীক্ষা নিয়ে সুপার হিসাবে  নিয়োগ দেওয়া হয় মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আবুল কাশেম কে। নিয়োগ পরীক্ষায় উপস্থিত ছিলেন না মাধ্যমিক শিক্ষা অফিসার। মানা হয়নি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ সম্পর্কিত সুপারিশ। ২০২২ সালের ৫ ডিসেম্বর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক কে.এম. রুহুল আমিন স্বাক্ষরিত স্মারকে বলা হয়, নিয়োগ পরীক্ষা অবশ্যই সসংশ্লিষ্ট মাদ্রাসায় অনুষ্ঠিত হতে হবে। তবে এই নিয়োগে মানা হয় নি এই শর্ত। পছন্দের প্রার্থী কে নিয়োগ দিতে নামমাত্র এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় চট্টগ্রামের ছিপাতলি মাদ্রাসায়।  তাছাড়া অভিযোগ রয়েছে সুপারিন্টেন্ডেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি কোন জাতীয় ও স্থানীয় দৈনিকে প্রকাশ করা হয় নি। নামমাত্র অখ্যাত একটি পত্রিকায় প্রকাশ করার কারণে অনেক চাকরিপ্রার্থী পরীক্ষায় অংশ নিতে পারেন নি। 

মানববন্ধনে বক্তারা সম্প্রতি আইন না মেনে গোপনে  অধ্যক্ষের পরিবর্তে সুপার নিয়োগ দেয়া, শিক্ষার্থীরা নিজস্ব  কেন্দ্রে  বসে পরীক্ষায় অংশ নিলেও ফলাফলে অবস্থান উপজেলার সর্বনিম্নে থাকা,  রাতের অন্ধকারে ঘনিষ্ঠজন দিয়ে গঠন  করা,  দীর্ঘ দশ বছরের অধিক সময় ধরে  অডিট না হওয়া নানা অনিয়মের কথা তুলে ধরেন। 

এ সময় তারা মাদ্রাসার ল্যাপটপ চুরি হলেও অদৃশ্য কারণে থানায় জিডি না করা ও  প্রণোদনার টাকা বিতরণে ব্যাপক অনিয়মেরও অভিযোগ তুলেছেন।

এবারের দাখিল পরীক্ষা চলাকালীন অসুদপায় অবলম্বনের দায়ে তৎকালীন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মো: আবুল কাশেম ও শিক্ষক মো: জামাল উদ্দিন সহকারী ভূমি কমিশনারের কার্যালয়ে মুচলেকা দিয়ে কোন রকম জান বাঁচায় বলেও  বক্তারা অভিযোগ করেন।

বিভি/এসকে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2