• NEWS PORTAL

  • শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

আন্তঃশাহীন প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত, বিজয়ী হলেন যারা

প্রকাশিত: ১৫:০২, ২৬ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৫:১৮, ২৬ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
আন্তঃশাহীন প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত, বিজয়ী হলেন যারা

আন্তঃশাহীন বিতর্ক, কুইজ, গণিত, বিজ্ঞান ও স্পেলিং প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি কুর্মিটোলার বাফওয়া মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। 

বিমানবাহিনী ঘাঁটি কুর্মিটোলার এয়ার অধিনায়ক ও সভাপতি কলেজ পরিচালনা পরিষদ, বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা এয়ার কমডোর মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি, সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের অভিনন্দন জানান এবং তাদের পুরস্কৃত করেন। এ বছর বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ ঢাকা এবং রানার আপ হয়েছে বিএএফ শাহীন কলেজ চট্টগ্রাম। 
 
গণিত (মাধ্যমিক) এ চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা এবং রানার আপ হয়েছে বিএএফ শাহীন কলেজ যশোর, গণিত (উচ্চ- মাধ্যমিক) এ চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ ঢাকা এবং রানার আপ হয়েছে বিএএফ শাহীন কলেজ যশোর, বিজ্ঞান (মাধ্যমিক) এ চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ ঢাকা এবং রানার আপ হয়েছে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা, বিজ্ঞান (উচ্চ-মাধ্যমিক) এ চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ ঢাকা এবং রানার আপ হয়েছে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা, স্পেলিং (মাধ্যমিক) এ চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা এবং রানার আপ হয়েছে বিএএফ শাহীন কলেজ ঢাকা এবং স্পেলিং (উচ্চ-মাধ্যমিক) এ চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ ঢাকা এবং রানার আপ হয়েছে বিএএফ শাহীন কলেজ যশোর।

প্রধান অতিথি বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি, রানার্স আপ ট্রফি ও মেডেল প্রদান করেন। উল্লেখ্য যে, উক্ত প্রতিযোগিতাটি গত ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে শুরু হয়েছিল। অনুষ্ঠানে বাংলাদেশ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল শাহীন কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2